বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল ৯ই জানুয়ারী রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। একই আদেশে রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়নগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
জানা গেছে, রাজবাড়ীর নতুন ডিসি সুলতানা আক্তার ২৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরীর শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে গমন করেন। উচ্চ শিক্ষা শেষ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরে তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেছেন। নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।
দৈনিক মাতৃকণ্ঠের সাথে আলাপকালে রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, তিনি জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ হাতে পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই তিনি রাজবাড়ী জেলায় যোগদান করবেন।
উল্লেখ্য, গত বছরের ৩০শে অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ২রা নভেম্বর জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com