দলীয় নেতাকর্মীদের চাঙ্গা ও উজ্জীবিত রাখতে রাজবাড়ী সদর উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে কর্মী সভা ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে গতকাল ১০ই জানুয়ারী বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩নং ওয়ার্ড কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মূলঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও সমন্বয়কারীর বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রকিব মেহেদী।
মূলঘর ইউনিয়ন বিএনপি নেতা রুবেল মন্ডলের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, মূলঘর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাজী মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল হক, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিজি ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখের আলী।
এ সময় ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আব্দুল মান্নান বেপারী, হারুন মেম্বার, আবুল কাশেমসহ ৩নং ওয়ার্ড বিএনপির কয়েকশত নেতাকর্মীরা কর্মী সভায় অংশগ্রহণ করেন।
কর্মী সভায় বক্তারা বলেন, সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দলকে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনীর মাঠে নামার আগাম প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা, উপজেলায় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই হচ্ছে। সেই সাথে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটিগুলো শক্তিশালী করতে কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে। উদ্দেশ্য একটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com