রাজবাড়ীতে সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০১-১০ ১৪:৪৯:৫৭

image

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলাকারী ও খুনি সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে রাজবাড়ী শহরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 গতকাল ১০ই জানুয়ারী বাদ জুমা রাজবাড়ী শহরের আজাদী ময়দানে উলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও তৌহিদী জনতার উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি, জেলা কওমি মাদ্রাসা ওলামা পরিষদের সেক্রেটারী ও জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা, মাওলানা মাহবুবুর রাহমান, রসুলপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াছিন সুলতান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন আব্বাসী, দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু যর, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাফা সিরাজুল কবীর, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা ক্বারী আবু ইউসুফ, ভাজনচালা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আবু মূসা, মাওলানা মুফতি আব্দুল আলীম, মাওলানা হারুন(পাংশা), মাওলানা আবু তাহের, ভাজনচালা মাদ্রাসার মাওলানা মুফতি আব্দুল গাফফার ও মাওলানা ফারুক(পাংশা) প্রমুখ বক্তব্য রাখেন।

 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাদিয়ানি বাহিনী ভারতীয় ও ইসরায়েলের দালাল। সাদ সাহেব ও তার অনুসারীরা ইসরায়েল ও ভারতের এজেন্ট। রাজবাড়ী মারকাস থেকে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। একজন মুসলমানকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা কোন মুসলমানদের কাজ হতে পারে না। যারা সাদপন্থীদের হয়ে কাজ করছে তারা প্রকৃত মুসলমান হতে পারে না। ইহুদিদের উদ্দেশ্য কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়, সাদপন্থীদের উদ্দেশ্য ঠিক একই। তাদের উদ্দেশ্য মুসলমানদের ক্ষতি করা। মাওলানা সাদ ইহুদিদের দালালি করছে। এই দলের সাথে কোন প্রকৃত মুসলমান থাকতে পারে না। সাদিয়ানিদের আমরা সব জায়গা থেকে বয়কট করবো। টঙ্গীর ময়দানে যারা আক্রমণ করেছে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘুমন্ত মানুষের ওপর হামলা করেছে। তারা খুনি। তারা জালেম। তারা মুসলমান হতে পারে না। ঘুমন্ত মানুষের ওপর যারা হামলা করেছে তারা ন্যায়ের পথে নেই।

 বক্তারা আরও বলেন, টঙ্গী ইজতেমার ময়দানে যে ঘটনাটি ঘটেছে সারা পৃথিবীতে বাংলার ওলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করা হয়েছে। টঙ্গীর ময়দানে জঙ্গি কায়দায় ঘুমন্ত নিরীহ মানুষদের ওপর আক্রমন করা হয়েছে। টঙ্গীর ইজতেমার মাঠে রাতে সন্ত্রাসী কায়দায় হামলা করে যারা মানুষ হত্যা করে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করবো। তাবলীগ জামাতের সঙ্গে মাওলানা সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের আজীবন নিষিদ্ধ করতে হবে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যদি তা না হয় তা হলে আগামী ২৫শে জানুয়ারী ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হবে। এ সময় বক্তারা টঙ্গীর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ওলামায়ে কেরামগণ। মিছিলটি আজাদী ময়দান থেকে বের হয়ে বড়পুল সিঙ্গারের মোড় প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মুসলিম উম্মাহদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com