উড়াকান্দায় হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০১-১০ ১৪:৫০:২৪

image

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১০ই জানুয়ারী সকাল ১০টায় পূর্ব উড়াকান্দা বায়তুল আহাদ জামে মসজিদ মাঠ থেকে ১৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
 হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ বাচ্চু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোঃ সবুজ মন্ডল বক্তব্য রাখেন।
 হিলফুল ফুজুল ফাউন্ডেশনের কার্যকরী সদস্য তৈয়ব আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে শিক্ষক আলতাব হোসেন, রাজবাড়ী মডেল স্কুলের পরিচালক আসজাদ হোসেন আরজু, মাওলানা শামসুদ্দিন ও সংগঠনের সদস্য মোঃ জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
 এ সময় সাধারণ সম্পাদক মোঃ হাসিব মোল্লা, বায়তুল আহাদ জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক শেখ মিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, সহ-সাংগঠনিক সম্পাদক নাদের গাজী, সবুজ মন্ডলের ভাই মোঃ শরীফ মন্ডল ও পূর্ব উড়াকান্দা বায়তুল আহাদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ উপস্থিত ছিলেন।
 জানা গেছে, গত ২০২২ সালে আমেরিকার প্রবাসী মোঃ সবুজ মন্ডলসহ স্থানীয় কয়েকজন হিলফুল ফুজুল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা। 
 সংগঠনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সবুজ মন্ডল বলেন, আমি প্রবাসে থাকি। প্রবাসে থেকেও এই সংগঠনটি প্রতিষ্ঠা করি সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষদের একটু হলেও সাহায্য সহযোগীতা করার জন্য। আমাদের এই সংগঠনটি সংগঠনের সকল সদস্যদের অর্থায়নে পরিচালিত হয়। আমি প্রবাসে থেকেও এই সংগঠনের সকল কাজে অংশগ্রহণ করি। ভবিষ্যতেও করে যেতে চাই। সকলে আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
 হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ বাচ্চু মোল্লা বলেন, আমি দীর্ঘ তিন বছর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে দূর প্রবাসে থেকে যে মানুষটি আমাদেরকে উৎসাহ দেয় সেই সবুজ মন্ডল আমাদের সাথে এখানে রয়েছে। আমাদের এই সংগঠন একটি সামাজিক সংগঠন। আমাদের এই সংগঠন শুধু শীতবস্ত্র দিয়েই সীমাবদ্ধ না। এই সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে সমস্যা এসে পৌঁছায় আমরা সেখানে হাজির হয়ে যাই। আমরা চেষ্টা করি সকলকে একটু হলেও সহযোগীতা করার জন্য। আমাদের সাধ অনেক, কিন্তু সাধ্য কম। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই সংগঠন গত তিনবছরে অনেক ভালো কিছু কাজ ইতিমধ্যে করেছি। আমরা বেশ কিছু পরিবারের মাঝে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করেছি, টিউবওয়েল দিয়েছি। আমাদের এলাকার বেশ কিছু মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে আমরা অর্থ সহযোগিতা করেছি। আমরা বছরের দুইটি ঈদে প্রত্যেকের বাড়ীতে বাড়ীতে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা যাকাতের টাকায় বেশ কিছু মানুষকে স্বাবলম্বী করেছি। আমরা খুঁজে খুঁজে বের করি কাদের প্রয়োজন। আমরা তাদেরকে দেই। আমাদের এই কাজ গুলো সহজ করার জন্য আমাদের প্রত্যেক সদস্য আমাদের সহযোগিতা করে। আমরা এই সংগঠনের পক্ষ থেকে অসুস্থ রোগীদের আর্থিকভাবে সহযোগিতা করেছি। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে চল্লিশ দিনের কর্মসূচী নিয়েছি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। এটা চলমান আছে। ৪০দিন যদি কেউ জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করে থাকে তাদের আমরা পুরস্কৃত করে থাকি। আমাদের একটি প্রকল্প ছিলো কর্যে হাসানা সেটাও আমরা দিয়েছি। গত বছর আমরা যাকাতের টাকার মাধ্যমে একজনকে স্বাবলম্বী করেছি। এবছরও আমরা এই কাজগুলো চলমান রাখবো।
 অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সফলতা কামনা করে ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
 শীতবস্ত্র বিতরণ শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুদ্দিন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com