বিএনপি দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবে---সাবেক এমপি খৈয়ম

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১০ ১৪:৫২:৫৬

image

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে। লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও অন্যায়ভাবে কারাগারে বন্দি করেছে। কিন্তু আল্লাহ এত অন্যায় সহ্য করেননি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে সম্মান বেগম খালেদা জিয়াকে দিয়েছে তা নজিরবিহীন।

 গতকাল ১০ই জানুয়ারী বিকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা ফুটবল খেলার মাঠে বরাট ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজনীতি হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া রাজনীতি হয় না। রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা। মানুষের প্রতি ভালোবাসা না থাকলে রাজনীতি করা যায় না। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি হবো যে রাজনৈতিক শক্তি আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবে। এই রাজনীতির ভিতর দিয়ে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। এই রাজনীতির মধ্যে দিয়ে এই নদী ভাঙ্গন অঞ্চল উড়াকান্দা, বরাটের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। এখানের মানুষ কোনভাবে যেনো কষ্ট না পায় সেটা আমাদের দেখতে হবে। 

 তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। রক্ত দিয়েছিলাম কারণ আমার দেশের মায়েরা, আমার দেশের মানুষেরা বাজারে গেলে শান্তি পায়, অফিস আদালতে গেলে শান্তি পায়, হাসপাতালে চিকিৎসা পায়, তাদের ছেলে মেয়েরা চাকুরী পায়। এজন্য আমরা ৭১-এ দেশ স্বাধীনতা করেছিলাম। এই স্বাধীনতার কথা ভেবে সবাইকে কথা বলতে হবে। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শেখ হাসিনা অন্যায় করেছে তার বিরুদ্ধে কথা বলতে হবে।  

 তিনি আরও বলেন, এই এলাকার আমার নেতাকর্মীদের কাছে অনুরোধ, এই ১৭ বছরে এখানে অনেক কিছু ঘটেছে। খুন হয়েছে, অনেক অন্যায়-অত্যাচার হয়েছে। আর যেনো এমন না হয়। এখন যেনো শান্তির জায়গা হয়। 

 বরাট ইউনিয়ন বিএনপি সভাপতি ও বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি ও বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, মোঃ আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিরাজ আলী শেখ, বিএনপি নেতা মোঃ ইউনুস হোসেন টিক্কা, বরাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাচ্চু বিশ্বাস, দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান রতনসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 সমাবেশে সঞ্চালনা করেন বরাট ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল ইসলাম।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com