গোয়ালন্দে যৌথ আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২৫-০১-১১ ১৪:১৫:০৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ (বালক অনর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট।

 গতকাল ১১ই জানুয়ারী দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসাবে এ টুর্নামেন্টের উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

 খেলায় ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ নিচ্ছে। উদ্বোধনীতে দিনের প্রথম খেলায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ বনাম গোয়ালন্দ পৌরসভা একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল ১-০ গোলে উজানচর ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে জয়ী হয়। 

 দিনের অপর খেলায় উজানচর ইউনিয়ন পরিষদ বনাম দেবগ্রাম পরিষদ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দল ১-০ গোলে উজানচর ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে জয়লাভ করে।

 এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, উজানচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইব্রাহিম সরদার, ইউপি সদস্য আবুল হোসেন, সাবেক ফুটবলার ও খেলা পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, লুৎফুল করিম টিটু, কামরুজ্জামান কামরুল, গোলাম মোস্তফা সোহাগ, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 উদ্বোধনী খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ লিয়াকত হোসেন, সহকারী রেফারি ছিলেন জিয়াউল হাসান টিটু ও মোঃ মোয়াজ্জেম হোসেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com