কালুখালীতে ঢাকাগামী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১২ ১৫:১৯:৫১

image

রাজবাড়ী জেলার কালুখালীতে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে স্টপেজের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১২ই জানুয়ারী সকাল ১০টায় কালুখালী জংশন রেলওয়ে স্টেশন চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কালুখালী উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। 
 মানববন্ধন চলাকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, কামরুজ্জামান কামাল, জিল্লুর রহমান, জাকির হোসেন, স্কুল শিক্ষার্থী পূর্ণিমা দত্ত ও সুমি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে কালুখালী জংশন স্টেশনের গুরুত্ব রয়েছে। কালুখালী রেলওয়ে জংশন হওয়ায় গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, রাজশাহী, পোড়াদহ, খুলনাসহ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন এখানে থামছে। অথচ খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজ দেওয়া হয়নি। এতে করে কালুখালীসহ আশেপাশের অঞ্চলের মানুষের সুফলভোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা এই দুটি ট্রেনের স্টপেজের জোর দাবী জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com