কালুখালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জুয়েল সরদার || ২০২৫-০১-১২ ১৫:২২:০৭

image

 “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
 গতকাল ১২ই জানুয়ারী সকালে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। 
 এ সময় কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীমসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও সমপর্যায়ের স্কুল ও কলেজের সর্বমোট ১২ টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজসহ অন্যান্য অতিথিরা মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন।
 এরপর ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com