রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গতকাল ১২ই জানুয়ারী রাত ৯টা ৫০মিনিটে রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৯ই জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে ২৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। একই আদেশে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়নগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার আজ ১৩ই জানুয়ারী দায়িত্ব গ্রহণ করবেন -মীর সামসুজ্জামান সৌরভ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com