রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১২ ১৫:২৫:২৭

image

 দুই জেলার বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী থেকে কুষ্টিয়া এবং কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 গতকাল ১২ই জানুয়ারী সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

 জানা গেছে, গত ১১ই জানুয়ারী বেলা ১১টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল রাজমহল বাসের সাথে কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী অন্য একটি লোকাল বাসের সাথে ওভার টেকিং নিয়ে উভয় বাসের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে রাজবাড়ী জেলার বাস শ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদেরকে মারধর করে। এর জের ধরেই দুই জেলার মধ্যে গত ১১ই জানুয়ারী দুপুর ১টার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

 রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, গত ১১ই জানুয়ারী দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ীর ৫০টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস কুষ্টিয়ায় যাচ্ছে না। কুষ্টিয়ার লোকাল বাসও রাজবাড়ী আসছে না। আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি। 

 এদিকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়াগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা। দু’দিনের মধ্যে বাস চলাচলের বিষয়টি সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের দাবী তাদের।

 রাজবাড়ীর তাজমহল পরিবহনের সুপার ভাইজার মোঃ হেলাল বলেন, কুষ্টিয়ার শ্রমিকরা রাজবাড়ীর শ্রমিকদের কথায় কথায় মারধর করে। গতকালও তারা কুষ্টিয়া থেকে রাজবাড়ীর শ্রমিকদের মারধর করেছে। এ কারণে কুষ্টিয়া রোডের রাজবাড়ীর ৫০ টি লোকাল বাস ও ৩০টি দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় আমরা শ্রমিকরা খুব কষ্টে আছি।

 বাস চালক আকবর ড্রাইভার বলেন, কুষ্টিয়া ও রাজবাড়ীর মধ্যে যৌথভাবে বাস চলে থাকে। আমাদের রাস্তা বেশি থাকায় আমাদের দুই ট্রিপ ও কুষ্টিয়াদের এক ট্রিপ চলে। তাদের এরিয়াতে গেলেই আমাদের মারধর করে তারা। গতকাল একটি ঝামেলা হওয়ায় তারা আমাদের একজন ড্রাইভারকে মারধর করে, পরে তারা রাজবাড়ীতে আসলে শ্রমিকরা তাদের ওপর হামলা করে। এ কারণে বাস বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় আমারও অভাব-অনটনে আছি।

 কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি হাজী আমিরুল হক বলেন, গত ১১ই জানুয়ারী কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের সাথে রাজবাড়ী জেলার পরিবহন শ্রমিকদের ছোট একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। পরে সেখানেই বিষয়টি মিমাংসা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে আমাদের শ্রমিকরা গাড়ি নিয়ে রাজবাড়ী গেলে রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ কারণে গত ১১ই জানুয়ারী থেকে দুই জেলার মধ্যকার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের ঝামেলার বিষয়টি মিমাংসা করার জন্য আমরা রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং রাজবাড়ী পরিবহন শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। আমরা আমাদের দিক থেকে আন্তরিকভাবে চেষ্টা করছি বিষয়টি সমাধান করার জন্য।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com