পাংশায় আলম সুপার মার্কেটের জায়গায় নির্মিত কেন্দ্রীয় মন্দিরের গেইট অপসারণের দাবীতে সাংবাদিক সম্মেলন

মোক্তার হোসেন || ২০২৫-০১-১৩ ১৪:১৩:৫১

image

রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের স্টেশন সড়কের পাশে নির্মাণাধীন আলম সুপার মার্কেটের জায়গায় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্মিত গেইট অপসারণের দাবীতে গতকাল ১৩ই জানুয়ারী বিকালে সাংবাদিক সম্মেলন করেছে নির্মাণাধীন আলম সুপার মার্কেট কর্তৃপক্ষ।

 গতকাল সোমবার নির্মাণাধীন আলম সুপার মার্কেটের জায়গা ও মন্দিরের জায়গার পরিমাণ মাপার পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নির্মাণাধীন আলম সুপার মার্কেট কর্তৃপক্ষ। উভয়ের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে।

 জানা যায়, জমির সীমানা নিয়ে মতবিরোধ দূরীকরণে উভয়ের জমির পরিমাণ মাপার জন্য পাংশা পৌরসভায় আবেদন করে নির্মাণাধীন আলম সুপার মার্কেট কর্তৃপক্ষ। 

 গতকাল সোমবার নির্ধারিত দিনে পৌরসভার সার্ভেয়ার মোঃ সাব্বির হোসেন উভয় জমির পরিমাণ মেপে সীমানা নির্ধারণ করেন। সীমানা নির্ধারণের পর বিকাল সাড়ে ৩টার দিকে মার্কেটের জমির উপর সাংবাদিক সম্মেলন করা হয়।

 সাংবাদিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি পাংশা বাজার বণিক সমিতির আহবায়ক ও পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, নির্মাণাধীন আলম সুপার মার্কেটের ম্যানেজার এস.এম সালাম, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের প্রতিনিধি মফিজুল বারী বাতেন, পাংশা পৌরসভার সার্ভেয়ার মোঃ সাব্বির হোসেন ও পাংশা পৌরসভার কর্মচারী আইয়ুব হোসেন বক্তব্য রাখেন।

 পাংশা বাজার বণিক সমিতির আহবায়ক ও পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার বলেন, আলম সুপার মার্কেটের মালিক শামসুল আলম একজন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী।

 তিনি মানুষের কল্যাণে কাজ করেন। মার্কেটের পাশের মন্দিরটি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দির কর্তৃপক্ষ এগিয়ে আসলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব। সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 নির্মাণাধীন আলম সুপার মার্কেটের ম্যানেজার এস.এম সালাম বলেন, ১৫/২০ বছর ধরে নির্মাণাধীন মার্কেটের মূল প্রবেশ পথে মন্দির কর্তৃপক্ষ গেইট নির্মাণ করে মার্কেট নির্মাণ কাজে বাধার সৃষ্টি করছে। নির্মাণাধীন আলম সুপার মার্কেটের জায়গার উপর থেকে মন্দিরের গেইট অপসারণ করার দাবী জানিয়ে এসএম সালাম আরো বলেন, এলাকার উন্নয়ন, যুবসমাজের বেকারত্ব দূরীকরণ এবং ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের জীবন জীবিকা নির্বাহ করার লক্ষ্যে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। মার্কেট নির্মাণ কাজে নানাভাবে হয়রানী করছে মন্দির কর্তৃপক্ষ। একাধিকবার জমি মেপে সীমানা নির্ধারণ করা হলের মন্দির কর্তৃপক্ষ তা মানছে না। এ ব্যাপারে পাংশার সাংবাদিক, ব্যবসায়ী মহল ও সুধীজনের সহযোগিতা কামনা করেন তিনি। 

 পাংশা পৌরসভার সার্ভেয়ার মোঃ সাব্বির হোসেন বলেন, মন্দিরের জমির পমিাণ ৫.৭৭ শতাংশ এবং নির্মাণাধীন আলম সুপার মার্কেটের জমির পরিমাণ ৫৮.০৫ শতাংশ। সাংবাদিক সম্মেলনে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 তবে জমি মাপার সময় মন্দির কমিটির লোকজন অনুপস্থিত ছিলেন। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com