রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম।
সেমিনার শেষে বিভিন্ন সমিতির ৫০ জনের একটি ব্যাচের প্রশিক্ষণে বিষয় ভিত্তিক আলোচনা করেন পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com