রাজবাড়ী জেলার বালিয়াকান্দি স্পোটস একাডেমীর ১০ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই জানুয়ারী বেলা ১১টায় বালিয়াকান্দি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিয়াকান্দি শেখপাড়া যুব উন্নয়ন ক্লাবকে হারিয়ে বালিয়াকান্দি মধ্যপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ১৪৪ লিটার ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
এর আগে বালিয়াকান্দি স্পোটস একাডেমীর সাধারণ সম্পাদক খোন্দকার শফিউল আজম শিবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেল্লাল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল শেখ বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি খোন্দকার রফিকুদৌলা বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬শে ডিসেম্বর থেকে শুরু হয় টুর্নামেন্ট। বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক এবং আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ বালিয়াকান্দির প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার শফিউল আজম শিবলুর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় টুর্নামেন্টে অংশ নেয় উপজেলার ৮টি দল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com