রাজবাড়ীতে আর্ন এন্ড লিভের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১৩ ১৪:১৭:২৮

image

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল মন্ডল বাড়ীর বাগানে গতকাল ১৩ই জানুয়ারী সকালে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ-এর প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক সহযোগিতায় শতাধিক অসহায় দুস্থ শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।

 রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দাদশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেকেন মোল্লা, সদস্য লালন সরদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সিরাজ শিকদার বক্তব্য রাখেন।

 এ সময় দাদশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ফকির, কৃষকদল নেতা নেকবর বেপারী, ব্যবসায়ী আবুল কালাম, সিদ্দিক মন্ডল ও বকুল সরদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, রাজবাড়ীসহ সারাদেশে শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ। শুধু শীতবস্ত্র বিতরণই নয় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড করে আসছেন সংগঠনটি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com