রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ গতকাল ১৩ই জানুয়ারী দুপুরে উপজেলার সরিষা ইউপির পালেরডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাসেল শেখ(৩০), আঃ মালেক(৫৫) ও আবু বক্কার সিদ্দিক(৪৩) নামের ৩জন সন্ত্রাসীকে ১টি ওয়ান শুটার গান, ১টি তরবারী, ১টি ডেগার ও ১টি লোহার রডসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাসেল শেখ পালেরডাঙ্গী গ্রামের মৃত আঃ হকের ছেলে, আঃ মালেক একই গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে ও আবু বক্কার সিদ্দিক মৃত কিয়ামুদ্দিন সরদারের ছেলে।
জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।
পালেরডাঙ্গী গ্রামে সন্ত্রাসী দু’গ্রুপের মধ্যে গোলযোগের ঘটনার সময় পুলিশ সেখানে অভিযান চালায়। এ বিষয়ে পাংশা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন তথ্য নিশ্চিত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com