রাজবাড়ী শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে আওয়ামী লীগ

মীর সামসুজ্জামান সৌরভ/সুজন বিষ্ণু || ২০২৫-০১-১৩ ১৪:২৪:০৬

image

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্রজনতা রক্ত দিয়েছে ৫ই আগস্ট। তাই আমাদের শপথ নিতে হবে। আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমার দেশের মানুষ কষ্টে থাকে, তারা চিকিৎসা পায় না হাসপাতালে। একটা জামা কিনে দিতে পারে না তার সন্তানকে। তার বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারে না। সে তিন বেলা ভালো মতন খেতে পারে না। সে কোর্ট কাচারিতে সঠিক বিচার পায় না। কিন্তু আমার নেতারা লুটপাট করে না। 

 গতকাল ১৩ই জানুয়ারী বিকালে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা এখন ক্ষমতার দরজার কাছাকাছি। সামনে আমাদের নির্বাচন। সেই নির্বাচনে আমাদের দাঁড়াতে হবে। আমাদের দায়িত্ব নিয়ে রাজনীতি করতে হবে। আমি আমার নেতাদের বলি রাজনীতি হচ্ছে মানুষের সেবা। আওয়ামী লীগ যা করেছে আমরা যেন তা না করি। আমি আমার নেতাদের বলি আওয়ামী লীগ যা করে তুমি যদি তাই করো তাহলে তাদের পরিনতি যেমন হয়েছে তোমার পরিণতি তাই হবে। আওয়ামী লীগের মতন লুটপাটে আমার নেতারা যায় না।

 নেতাকর্মীদের উদ্দেশ্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমি স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই আমার দলের নেতাদের সৎ ও আদর্শবান হতে হবে। একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা একসাথে কাজ করি। আমরা বুঝি বাংলাদেশের মানুষ কষ্ট আছে এখনও। তাদেরকে আগে ঠিক করতে হবে। আপনাদের পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের নেতা তাকে আপনারা ভালবাসেন। আপনারা সকলে একটি টিম হয়ে আপনাদের অগ্নিশপথ নিতে হবে। পাঁচুরিয়াতে আপনারা সন্ত্রাস করতে দিবেন না। এই পাঁচুরিয়াতে অনেক সমস্যা গত ১৭ বছরে তৈরি হয়েছে। এই পাঁচুরিয়াকে আমরা উন্নতি করবো। একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপ দিবো। এই পাঁচুরিয়াকে আমরা আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এখানে মানুষ একসঙ্গে পায়ে পায়ে চলবে।

 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বহু আন্দোলন সংগ্রাম করে, জেল জুলুুম খেটে, বহু দুঃখ কষ্ট ভোগ করে, বহু বিপদ মাথায় নিয়ে বিগত ১৭ বছর আমরা আমাদের জীবন কাটিয়েছি। 

 তিনি বলেন, আমি যখন ২০০১ সালে এমপি হলাম তার আগে  আমি ১৫ বছর রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান ছিলাম। টানা ২০ বছর আমি কিন্তু ক্ষমতায় ছিলাম। এই ২০ বছর আমাদের এই এলাকার আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তাদের সকলের সঙ্গে আমরা খুব সুসম্পর্ক রেখে ছিলাম। এমন কেউ বলতে পারবে না আমরা তাদের হয়রানী করেছি, অসম্মান করেছি।

 আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন কাজী কেরামত আলী ও আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা ছিলেন তাদেরকেও আমরা সম্মান করেছি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা আমাদের নূন্যতম সম্মানটুকু করেনি। তারা সেসময় ক্ষমতায় এসে মনে করলো তারা আর ক্ষমতা থেকে যাবে না। তারা তখন ক্ষমতায় এসে মনে করলো এটা তাদের বাপ দাদার সম্পত্তি। তারা আমাদের শত শত ছেলেপেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীদের নামে মামলা হলো। তারা জেলে গেলো। তারা গোটা বাংলাদেশে একটা সন্ত্রাস কায়েম করলো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো। আমার নেত্রী বলেছিলো এই হাসিনার বিচার আল্লাহ করবে। আল্লাহ ঠিকই এর বিচার করেছেন।

 খৈয়ম বলেন, আমরা আগে সন্ধ্যায় একসাথে সবাই বসতাম। আমাদের মধ্যে কেউ আওয়ামী লীগ করতো, কেউ বিএনপি করতো, কেউ জামাত করতো, কেউ সিপিবি, কেউ ওয়ার্কার্স পাটি করত, কেউ জাতীয় পার্টি করতো। সব দলের লোক একসাথে বসে গল্প করতাম। এই সম্প্রীতি ছিল আমাদের মাঝে। কিন্তু এই সম্প্রীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ। রাজবাড়ী শহর থেকে শুরু করে ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড পর্যন্ত এই সম্প্রীতি নষ্ট করেছে আওয়ামীলীগ। মসজিদ কমিটি নিয়ে তারা মুসুল্লিদের হেনেস্তা করেছে, স্কুল কমিটি নিয়ে তারা হেনেস্তা করেছে। তারা গ্রামে গ্রামে, ঘরে ঘরে শত্রুতা করেছে। তারা জায়গা দখল করেছে। এক সাথে  বসবাস করার পরিবেশ আওয়ামী লীগ রাখে নাই।

 তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে আমাদের নেতাকর্মীদের বন্দী করে রেখেছিল। শেখ হাসিনা আমার নেত্রীকে জেলে দিয়েছে, আমার নেতা তারেক রহমানকে জেলে দিয়েছে। মানুষ হত্যা করেছে। শেখ হাসিনার বিচার হতে হবে। তার জন্যে সমাজের অনেক ক্ষতি হয়েছে। বিএনপির বাড়িতে বিয়ে বা কোন অনুষ্ঠান হলে আওয়ামী লীগ যাই না। আবার আওয়ামী লীগের বাড়িতে কোন বিয়ে বা অনুষ্ঠান হলে বিএনপি যাচ্ছে না। ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট করেছে আওয়ামীলীগ।

 তিনি আরও বলেন, ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ পতন হলে একদিনে বিশ লাখ লোক মারা যাবে। আমরা যদি চাইতাম গত ৫ই আগস্টের পরে রাজবাড়ীর আওয়ামী লীগের অবস্থা খারাপ করে দিতে পারতাম। আমরা করি নাই। আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই। সমাজকে মেরামত করতে চাই। রাজনৈতিক পরিবেশ ঠিক করতে চাই। আমরা নষ্ট পরিবেশ ঠিক করতে চাই। আমাদের ভালো মনকে দুর্বল ভাববেন না। 

 পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যর মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবর রহমান আইয়ুব, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।

 ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ কাইয়ুমের সঞ্চালনায় জনসভায় জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য রইস উদ্দিন ডিউক, সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সোহেল মন্ডল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লা আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন ও রবিন মন্ডলসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com