রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা গতকাল ১৪ই জানুয়ারী বিকালে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা-২০২৫ পরিদর্শন করেন।
জানা যায়, পাংশা শহরের ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমীতে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিন ব্যাপী তারুণ্য মেলার আয়োজন করা হয়। মেলায় বুক স্টলসহ নানা উদ্ভাবনী স্টল দেওয়া হয়।
বিকাল ৩টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা তারুণ্য মেলায় পৌঁছে প্রথমেই স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
স্টল পরিদর্শন শেষে কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অধ্যাপক মোঃ সহিদুর রহমান, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, মুহাম্মদ ফিরোজ হায়দার, কাজী আসকার দানিয়েল সিপার, কাজী ফরহাৎ জামিল রুপু ও মোঃ মনজুর রহমান মিঞাসহ কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তারুণ্য মেলা ঘিরে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com