জেলার উন্নয়নে আমরা আন্তরিকভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো----নবাগত জেলা প্রশাসক

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০১-১৪ ১৪:৫৬:৩৩

image

রাজবাড়ী জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 গতকাল ১৪ই জানুয়ারী সকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এসএমএ হান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট হাওয়া খাতুন, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর রশিদ, রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ, রাজবাড়ী গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা সুপার এনামুল কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, রাজবাড়ী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম গোলাম আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন, রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, রাজবাড়ী বন বিভাগের সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক এস এম সালাহ উদ্দিন, রাজবাড়ী সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রাণী মজুমদার, রাজবাড়ী পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট(অঃ দঃ) মুহাম্মদ সাইফুল ইসলাম, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
 মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান। সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা তাদের দপ্তরের বিভিন্ন কর্মকান্ড ও প্রতিবন্ধকতা তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
 নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে কাজ করতে পারবো। আমার পূর্ববর্তী স্যারও খুব দারুণ কাজ করেছে এ জেলায়। রাজবাড়ীর পুলিশ সুপার আমার পূর্ব পরিচিত। আমার চাকরীতে যোগদানের অল্প কিছু দিন পরেই একটি ফাউন্ডেশন ট্রেনিং-এ আমরা একসাথে ছিলাম। জেলায় এসে পরিচিত মুখ পেয়ে খুবই ভালো লাগছে। তিনিও খুব ডাইনামিক ও দক্ষ দেখেছি, এটাও আমার কাছে বাড়তি প্রশান্তি দিয়েছে। আজকে যাদের সাথে পরিচিত হলাম সবার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমরা সমন্বয় করে কাজ করলে ও একত্রিত ভাবে কাজ করলে একটি জেলার উন্নয়নের জন্য আমরা এগিয়ে নিতে পারি। আমাদের লোকাল এক্টিভিটিসটা একটা কন্টিনিউ প্রসেস। আমরা রাতারাতি অনেক কিছু করতে পারিনা, কিন্তু প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করি বা ওই বিষয়গুলো কমিউনিকেশন এর মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারি তাহলে আমরা দ্রুততার সাথে অনেক দূর এগিয়ে যেতে পারি। দীর্ঘদিন আমি সচিবালয়ে কাজ করেছি, তাই জেলার যেকোনো উন্নয়ন মূলক কাজ আনতে আমার জন্য সহজ হবে।
 তিনি আরও বলেন, জুলাই পরবর্তী পরিস্থিতির কারণে আমাদের সিচুয়েশনটা অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে এই প্রেক্ষাপটে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমাদের এখন উন্নয়নমূলক কাজগুলো করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা সেভাবেই কাজ করছেন সেই কমিটমেন্ট নিয়ে। আমি অনুরোধ করবো পরিপূর্ণ সহযোগিতাটা আপনারা আমাকে করবেন। আমরা আসলে কাজ করার জন্য মুখীয়ে থাকি। আমাদের নিজেদের পরিবার গুলো ফেলে জেলায় আসি। কাজ করতে গিয়ে আমরা কর্মস্থলকে কখনো কর্মস্থল ভাবি না। আমরা ভাবি এটা আমাদের নিজেদেরই বাড়ী, নিজেদেরই জেলা। আমার নিজ জেলা ফেনী। আমার নিজ জেলা ও উপজেলা আমার কাছে যেমনই প্রিয় ঠিক তেমনি আমাদের প্রতিটি কর্মস্থল আমাদের কাছে অনেক প্রিয় এবং সেটি আমাদের জীবনের পার্ট হয়ে থাকে।
 রাজবাড়ীতে আসার প্রেক্ষিতে এই জেলাও আমার জীবনের একটি পার্ট হয়ে থাকবে। আমরা প্রশাসন ক্যাডারে যারা থাকি তারা খুব ভালোবেসেই কর্মস্থলে কাজ করে থাকি সেটা আপনারা ফিলও করেন। আপনারা নিজেরা কখনো হ্যাজিটেড ফিল করবেন না। যেকোনো বিষয় আমার কাছে শেয়ার করবেন। আমরা আন্তরিক ভাবে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবো। রাজবাড়ী জেলার উন্নয়নে আমাদের কার্যক্রম গুলো অব্যাহত রাখবো। এজন্য আমি আরও বেশি আন্তরিকতা প্রত্যাশা করছি আপনাদের কাছে।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com