“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ গতকাল ১৫ই জানুয়ারী বিকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান। সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন আল্লা নেওয়াজ খাইরু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা জাহান মিনি। এসময় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান এবং মানব জীবনের সকল ক্ষেত্রে বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে হবে। নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের মেলা সহায়ক ভূমিকা পালন করবে। প্রাকৃতিক সৌন্দর্য সেটা হলো গাছ। গাছ বেশী করে লাগাতে হবে। যার যেইটুকু খালি যাইগা আছে সেখানেই গাছ লাগাবেন। জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের প্রতি ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর অনুরোধ করেন তিনি।
এরপর অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com