জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতিসহ ৭দফা বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মিলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
গতকাল ১৫ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল মোড়, বকুলতলা, আদালত চত্বর, জেলা প্রশাসকের আম্রকানন চত্বর, বার এসোসিয়েশনের ভবন, পান্না চত্বর ও রাজবাড়ী বড় বাজারে এসব লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় নাগরিক কমিটির রাজবাড়ী জেলার প্রতিনিধি সোহেল তানভীর বলেন, বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম করা হয়েছে। সেই ফ্যাসিসকে রুখে দিতে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান ঘটেছে। সেক্ষেত্রে যারা শহীদ ও আহত হয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নসহ ৭দফা দাবীতে আমরা লিফলেট বিতরণ করছি।
লিফলেট বিতরণকালে জাতীয় নাগরিক কমিটির রাজবাড়ীর প্রতিনিধি সোহেল তানভীর, আব্দুস সাত্তার চৌধুরী, মনির মিয়া, আনিস মাহমুদ, ফজলুর রহমান ও রাজবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজীদ তূর্য, সাঈদুজ্জামান সাকিব, মাহাদী রাকিবুল হাসান, আরফিন মিয়া, মোঃ রাকিবুল ইসলাম, এইচ এম হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম ও রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির সাত দফা দাবীগুলো হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান, আওয়ামী ফ্যাসিবাদী সরকার এবং তাদের দোসরদের বিচার করা, ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে, নির্বাচিত গণপরিষদের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃত্ব ঘোষণা, ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ধারাবাহিকতা তুলে ধরা, নাগরিক পরিচয়কে কেন্দ্রে রেখে বৈষম্যমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার অঙ্গীকার, গণ অভ্যুত্থানের লক্ষ্য শুধু সরকার পতন নয়; গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com