বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) কর্তৃক আয়োজিত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১৩জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
গতকাল ১৫ই জানুয়ারী সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষনার্থীদের জেলা সংযুক্তি কার্যক্রম উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের কাছে জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রমসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com