রাজবাড়ী জেলা জজ-ডিসি-এসপিসহ গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত নারী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১৫ ১৫:০৩:০৮

image

 রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদানের মধ্যে দিয়ে জেলার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও পুলিশ বিভাগের তিন শীর্ষ পদে এখন রয়েছে তিন নারী কর্মকর্তা। 

 জেলার এই শীর্ষ তিন পদ ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে রয়েছে নারী কর্মকর্তা।

 জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে গত ১৩ই জানুয়ারী সকালে যোগদান করেন সুলতানা আক্তার। সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। সুলতানা আক্তার রাজবাড়ী জেলার ২৬তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

 অপরদিকে রাজবাড়ীর জেলার পুলিশ সুপার পদে রয়েছেন মোছাঃ শামিমা পারভীন। তিনি বিসিএস ২৫তম ব্যাচের(পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে মোছাঃ শামিমা পারভীন ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর যোগদান করেন। পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। 

 এছাড়াও রাজবাড়ীর বিচার বিভাগের শীর্ষ পদে রয়েছে নারী কর্মকর্তা। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন মোসাম্মৎ জাকিয়া পারভিন।

 তিনি ২০২৩ সালের ২৪রশ এপ্রিল রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস(বিচার) ব্যাচের একজন সদস্য। সিনিয়র জেলা ও দায়রা জজ ছাড়াও আদালতে নারী বিচারক রয়েছেন।

 অপরদিকে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন নারী কর্মকর্তা। বিসিএস পুলিশ ক্যাডারের ৩০ তম ব্যাচের কর্মকর্তা নাদিয়া জুঁই সম্প্রতি রাজবাড়ী জেলা পুলিশে যোগদান করেন।

 রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মধ্যে ২টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন নারী কর্মকর্তা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন মারিয়া হক। ২০২ সালের ২রা ডিসেম্বর তিনি ইউএনও হিসেবে রাজবাড়ী সদরে যোগদান করেন। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন মহুয়া আফরোজ। তিনি গত বছরের ২৪শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 এছাড়াও জেলার তথ্য অফিসার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক, বন কর্মকর্তা, সহকারী জেলা শিক্ষা অফিসার, জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোয়ালন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদেও নারীরা দায়িত্বে রয়েছেন।

 এছাড়াও জেলার উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দপ্তরে নারী কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com