গোয়ালন্দে সাবেক এমপি কাজী কেরামত আলীর পরিত্যক্ত ভিটায় রহস্যজনক আগুন

মইনুল হক মৃধা || ২০২৫-০১-১৬ ১৫:০৯:১৮

image

সাবেক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর গোয়ালন্দ ব্র্যাক অফিসের পাশে প্রাচীর করা পরিত্যক্ত ভিটায় গতকাল ১৬ই জানুয়ারী সন্ধ্যার পূর্বে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 

 স্থানীয়রা জানায়, হঠাৎ তারা ওই ভিটায় আগুন দেখে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রুত সময়ের মধ্যে তারা এসে আগুন নেভায়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দুইপাশে যানবাহনের সিরিয়াল তৈরি হয়। হঠাৎ এ স্থানে আগুনের সূত্রপাত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। 

 এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু নিশ্চিত করে বলতে পারেননি। তবে কেউ কেউ এটাকে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা অথবা নেশা খোরদের গাঁজার আগুন হতে এর সূত্রপাত বলে ধারণা করছে। 

 গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ আব্দুল বাসেদ জানান, খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে ৩০মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই।

 তিনি আরও জানান, যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে সে স্থানটি পরিত্যক্ত। ভিতরে কোন স্থাপনা নেই। আগুনের কারণে ভিতরে থাকা বড় বড় ঘাস ও  আবর্জনা পুড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com