রাজবাড়ীতে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৯ম ও ১০ম ব্যাচের প্রশিক্ষনার্থীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬ই জানুয়ারী বেলা সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের যৌথ আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ উদ্দিন, রাজবাড়ী মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ আবু জাফর, তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্সের ট্রেড প্রশিক্ষক তৌবিয়া জামান, বিউটিফিকেশনের ট্রেড প্রশিক্ষক কামরুন্নাহার ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এই ট্রেনিং-এর মাধ্যমে সরকার তোমাদের দক্ষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করছে। সমাজে নারীরা যাতে প্রতিটা ক্ষেত্রেই এগিয়ে থাকে সেই জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অর্থ হচ্ছে পাওয়ার। অর্থ থাকলে তুমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবে, খরচ করতে পারবে। মানুষ তোমাকে সম্মান দিবে। তোমরা সফল মানুষদের জীবনী গুলো পড়বা। দেখবা তারা খুব অল্প থেকে শুরু করেছিল। তিলে তিলে তারা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একটা মেয়ে মানে একটা সমাজ, একটা পরিবার। তোমরা তোমাদের স্বপ্ন গুলোর মৃত্যু হতে দিও না।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করেন।
জানা গেছে, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৯ম ও ১০ম ব্যাচের ৪৯জন প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com