বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১৭ ১৪:২১:৪৪

image

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৭ই জানুয়ারী দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন ইতি, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন বিপ্লব, রাজবাড়ী পরিবেশক সমিতির মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাভার উপজেলার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ও রাজবাড়ী জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহাদ আলী মোল্লা বক্তব্য রাখেন।

 আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ক্যাশিয়ার মাইনুদ্দিন হোসেন, রাজবাড়ী সদর উপজেলার সহ-সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী জেলার সভাপতি এহসান উদ্দিন টুটুল, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাভারের সভাপতি মামুন হাওলাদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাসহ বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশে সবার কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেন বিক্রয় প্রতিনিধিরা। তারা খাবার পৌঁছালেই সবাই খেতে পারেন। বিক্রয় প্রতিনিধিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন। কোনো দিন দুপুরে খেতে পারেন, কোনো দিন পারেন না। সামান্য বেতনে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। মে দিবসের ছুটি নেই, ১৬ই ডিসেম্বর ছুটি নেই, নেই কোনো নীতিমালাও।

 বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা কোন মন্ত্রণালয়ের অধীনে তাও কেউ জানেন না। বিক্রয় প্রতিনিধিকে বাঁচাতে হলে তাদের ন্যায্য অধিকার দিতে হবে। তারা কোন মন্ত্রণালয়ের অধীনে তা নির্ধারণ করতে হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com