রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-০১ ১৫:৩২:৪৩

image

 ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও গবাদীপশুর টিকাদানসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 

  রাজবাড়ী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক গতকাল ১লা নভেম্বর সদর উপজেলার আলাদীপুরস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন বক্তব্য রাখেন।

  এছাড়াও অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ বক্তব্য রাখেন।   

  অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত ২২ জন যুব’র মধ্যে যুব ঋণের ১২ লক্ষ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com