রাজবাড়ী জেলার পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের আয়োজনে আগামী ২২শে ফেব্রুয়ারী ৩০তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে গতকাল ১৮ই জানুয়ারী সন্ধ্যায় পাংশা মিডিয়া কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, অধ্যাপক মোঃ সহিদুর রহমান, কবি মোল্লা মাজেদ, কবি মুহাম্মদ এবাদত আলী সেখ, বিসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুহঃ মজিবুর রহমান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সাংবাদিক সেলিম মাহমুদ ও সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২২শে ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ৩০তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি জানুয়ারী মাসের ২৫ তারিখের মধ্যে স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠানোর জন্য লেখকদের প্রতি অনুরোধ জানানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com