বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১৮ ১৪:৫৪:১৪

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে উদ্বুদ্ধকরণ সভা এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 গতকাল ১৮ই জানুয়ারী দুপুরে ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে বিশেষ অতিথি হিসেবে এসব মানুষের হাতে কম্বল তুলে দেন ওজোপাডিকো ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন।
 বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এফডিএ ফরিদপুর অঞ্চলের উপদেষ্টা আজহারুল ইসলাম, ওজোপাডিকোর রাজবাড়ী ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন অর রশীদ, ওজোপাডিকো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রওশন আলী, রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী সাগর গ্রুপ অব ইন্ড্রাট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের এ্যাডভাইজার সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক যশোর বোর্ডের চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সজল চৌধুরী, জনকল্যাণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শেখ মোঃ জাহিদুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজাহান মোল্লা, আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক বলেন, তিল তিল করে দীর্ঘদিন যাবত বরাট জনকল্যাণ ফাউন্ডেশনটি আমি গড়ে তুলেছি। নদীভাঙ্গা অসহায় শীতার্ত মানুষকে শুধু কম্বল নয় এ ফাউন্ডেশন থেকে প্রতিবছর বিনামূল্যে চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে। এই এলাকার নদী ভাঙ্গা মানুষের জন্য আমার মনটা ভীষন কাঁদে। আমার পাশে  যিনি বসে আছেন তিনি হলেন আলহাজ্ব দেলোয়ার হোসেন তিনি বিভিন্ন সময় আমার আমার সংগঠনে সার্বিক সহযোগীতা করে থাকেন। আপনারা সবাই আমার জন্য ও তার জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আপনাদের পাশে থেকে এই সংগঠন থেকে সেবামূলক কাজ করে যেতে পারি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com