রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-১৯ ১৪:২৬:৪৬

image

 রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৯শে জানুয়ারী সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ জহিরুল ইসলাম, ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ অচিন্ত কুমার বিশ্বাস, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবীবুর রহমান, সহকারী খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম আল কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা তাদের স্ব স্ব দপ্তরের কার্যবিবরণী তুলে ধরেন।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 সভায় বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা তাদের কার্যসূচী উপস্থাপন করেন। সভায় পৌরসভার রাজস্ব, নদী ভাঙ্গন ঠেকাতে আপদকালীন কাজ, হাসপাতাল ব্যবস্থাপনা ও জেলার পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জোরদার করণের লক্ষ্যে উপদেষ্টা কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, এসডিজি সংক্রান্ত সভা ও প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com