রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সাবেক সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের(টিইউসি) সভাপতি শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে গতকাল সোমবার বিকালে শহরের আজাদী ময়দান সংলগ্ন আশু ভরদ্বাজ স্মৃতি সংসদে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে শহীদুল্লাহ চৌধুরী ও ২০০১ সালে পল্টন ময়দানে বোমা হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম মোঃ মোস্তফা, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত কুমার রায়, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক এড.ঃ বাবন চক্রবর্তী, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শহীদুল্লাহ চৌধুরী শ্রমিক ও সাধারণ শ্রমজীবী মানুষকে সংগঠিত করার জন্য ট্রেড ইউনিয়ন কেন্দ্র গড়ে তুলেছিলেন। তিনি নিজে শ্রমিক হয়ে তার মধ্যে শোষন বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য কমিউনিস্ট পার্টিতে অংশগ্রহন করেন। কমিউনিস্ট পার্টির মূল দাবী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। শোষন বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ নিয়েই কমিউনিস্ট পার্টি লড়াই করে যাচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com