মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে জানুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মে বাসভবনে জেলা যুবদলের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, সোহেল মন্ডল, মনোয়ার হোসেন মিন্টু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, যুবদল নেতা খাইরুল ইসলাম খায়রু, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। বিপথগামী কিছু দুষ্কৃতিকারী সিপাহি বিএনপিকে থামিয়ে দিতে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল। কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছিলেন। এবার ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সাজাতে তারেক রহমান কাজ করছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রুপান্তর হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com