রাজবাড়ীর বিসিক শিল্প নগরীতে অবস্থিত কামরুল বায়োগ্যাস কোম্পানী পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড এ্যাম্বাসীর একটি প্রতিনিধি দল।
গতকাল ২১শে জানুয়ারী সকাল ১০টায় রাজবাড়ী শহরের রামকান্তপুর গ্রামের বিসিক শিল্প নগরীর এই বায়োগ্যাস কারখানা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে সুইজারল্যান্ডের এ্যাম্বাসেডরের প্রতিনিধি রেবেকে, আমেনা, ট্রু ভ্যালুর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সারাওয়াত, ট্রু ভ্যালুর বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রসন্ন ও মোস্তফা, কামরুল বায়োগ্যাস কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কামরুল ইসলাম, কোম্পানীর ডিরেক্টর লোপা নাজনীন, ডিরেক্টর তরিকুল ইসলামসহ কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কামরুল বায়োগ্যাস কোম্পানী লিঃ এর ফার্মুক্স জৈব সার প্রকল্প ও জৈব সার পরিদর্শন করার জন্য সুইজারল্যান্ডের এ্যাম্বাসেডরের প্রতিনিধি দলটি বায়োগ্যাস কারখানায় আসেন। সকাল ১০টায় এসে প্রতিনিধি দলটি দুপুর ১টা পর্যন্ত কারখানায় অবস্থান করেন।
বিকল্প জ্বালানী হিসেবে বায়ো গ্যাসের ব্যবহার, জৈব সার ও পরিবেশের ভারসাম্য সুরক্ষা করা ও কর্মসংস্থান বাড়ানোর জন্য সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরের প্রতিনিধি দলটি কারখানাটি পরিদর্শন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com