বালিয়াকান্দিতে ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ধ্বংস॥জেলের জরিমানা

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২০-১১-০২ ১৪:০৫:৩৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও গড়াই নদীতে গতকাল ২রা নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে গড়াই নদীতে মাছ ধরারত অবস্থায় ৫২ হাত দৈর্ঘ্যরে ১টি চায়না জালসহ ১জন জেলেকে আটকের পাশাপাশি নদী থেকে আরো ৯হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং নারুয়া বাজারের একটি দোকান থেকে ৭হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

  পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত জেলেকে ১হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা। এ সময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com