রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শতবর্ষী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা।
গতকাল ২২শে জানুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নবাগত সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন।
বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু ও জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
আজ ২৩শে জানুয়ারী নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com