গোয়ালন্দে বারি ১৪ জাতের সরিষা চাষে সফল কৃষকেরা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-২২ ১৪:৩০:২৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে সরিষার আবাদ হয়েছে চোঁখে পড়ার মতো। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

 সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। চারদিকে হলুদের সমারোহ, মাঠের দিকে তাকাতেই চক্ষু জুড়িয়ে যায়। যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলে। অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে।

 স্থানীয় কৃষকরা জানান, সরিষার একটি লাভজনক ফসল। সঠিক পরিকল্পনায় চাষাবাদ করলে প্রতি বিঘা জমিতে ৭/৮ মণ পর্যন্ত ফলন হয় এবং এক জমিতে বছরে তিন ফসল ফলানো যায়। একইভাবে কৃষকও লাভবান হয়। ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষার আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি বিভাগ।

 উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি এলাকার সরিষা চাষী ছালেহ আহম্মেদ জানান, উপজেলা কৃষি অফিসের সহায়তায় এ বছর দুই একর জমিতে বারি ১৪ জাতের সরিষা চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে এবার সরিষার বাম্পার ফলন হওয়া সম্ভাবনা রয়েছে। প্রতি বিঘা জমিতে ৭/৮ মণ পর্যন্ত সরিষার ফলন হয়। আশা করছি প্রতি বিঘায় সরিষা দশ হাজার টাকা বিক্রি করতে পারবো।

 গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান বলেন, গত বছরের তুলনায় এবারে বারি-১৪ জাতের সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। আমাদের কৃষি বিভাগ সবসময় কৃষককে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।

 তিনি আরও বলেন, সরিষা একটি লাভ জনক ফসল হওয়ায় গত বছরের তুলনায় এবার আবাদের পরিমান বৃদ্ধি পেয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সার, বীজ বিতরণ করছি। মাঠ পর্যায়ে কৃষদেরকে পরামর্শ দিয়ে আসছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com