পাংশার সাবেক এমপি মতিন মিয়া শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

মোক্তার হোসেন || ২০২৫-০১-২২ ১৪:৩৪:০০

image

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া(৭৭) ঠান্ডা, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট জনিত রোগে গত ২১শে জানুয়ারী সকালে পাংশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

 বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ হয়ে মাছপাড়ার নিজ বাড়ীতে অবস্থান করছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া। গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 গতকাল বুধবার দুপুরে সরেজমিন পাংশা হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষীণকণ্ঠে বলেন, বুকের ব্যথা আগের চেয়ে একটু কমেছে। তবে এখনো শ্বাসকষ্ট আছে। হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

 বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া জনপ্রিয় একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি ১৯৭৯ সালে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হলে তিনি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২০১৯ সালে অনুষ্ঠিত পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

 জাসদ রাজনীতির পাশাপাশি সামাজিক কল্যাণ ও সাহিত্য চর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন আব্দুল মতিন মিয়া। তার রচিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com