রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন করছে কৃষকরা।
গতকাল ২২শে জানুয়ারী দুপুরে বহরপুর ইউনিয়নের বারুগ্রাম মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪ -২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ধানের চারা রোপনের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসুল।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল হক, কৃষক শ্যামল কুমার দাস ও আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com