রাজবাড়ীতে জেলা কারাগার পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-২২ ১৪:৫২:৩২

image

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার গতকাল ২২শে জানুয়ারী সকাল সাড়ে ১০টায় জেলা কারাগার পরিদর্শন করেন। 
 এ সময় কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জেলা প্রশাসক জেলা কারাগারে পরিদর্শনে গেলে জেলা সুপার মোঃ এনামুল কবির তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
 এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ এবাদত হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশল(সিভিল) মোঃ জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশল(সিভিল) মোঃ রায়হান উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল, মোঃ পলাশ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com