রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির বেজপাড়া গ্রামে গত ১৭ই জানুয়ারী আব্দুল আজিজ ওরফে বাচ্চুর মালিকানাধীন আম বাগান থেকে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক কয়েকটি গাছ কর্তন করেছে বলে অভিযোগ উঠেছে। জায়গা জমিসহ সামাজিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল আজিজ অরফে বাচ্চু প্রতিপক্ষের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই মোঃ নজরুল ইসলাম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধপূর্ণ জায়গা থেকে গাছ কর্তন না করতে বিবাদীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
জানা যায়, বেজপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল আজিজ অরফে বাচ্চুর সাথে প্রতিবেশী মামাতো ভাই রফিকুল ইসলাম গংদের সাথে জায়গা জমিসহ সামাজিক বিরোধ চলছে। বিরোধের জের ধরে গত ১৭ই জানুয়ারী বিকাল আড়াইটার দিকে বাচ্চুর দখলীয় আম বাগান থেকে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক ৫টি আম গাছ কাটলে তিনি বাধা দেন এবং পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গতকাল ২৩শে জানুয়ারী বিকালে সরেজমিনে বাগানে কর্তনকৃত আম গাছ পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পাংশা মডেল থানার এসআই মোঃ নজরুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জায়গা থেকে গাছ কাটতে বিবাদীদের নিষেধ করা হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com