রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আরএম কার্পেট লিমিটেডে গতকাল ২৩শে জানুয়ারী সকাল ১০টার দিকে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী(২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত অয়ন আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মোঃ ইমরান জানান, গত ২২শে জানুয়ারী চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। গতকাল ২৩শে জানুয়ারী সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে। সকাল ১০টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়।
এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে এবং তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com