রাজবাড়ী হাসপাতালে চিকিৎসকদের অংশগ্রহণে ম্যাক্সপ্রো এমআইপিএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-২৩ ১৪:১৫:৪৩

image

রাজবাড়ীতে সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত চিকিৎসকগণের অংশগ্রহণে ম্যাক্সপ্রো এমআইপিএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ২২শে জানুয়ারী রাতে জেলা সদর হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

 রেনাটা ফার্মাসিউটিক্যাল লিঃ-এর আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। 

 রেনাটা ফার্মাসিউটিক্যাল লিঃ-এর আরএসএম মাইদুল ইসলামের সভাপতিত্বে অতিথিদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(কার্ডিও) ডাঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র কনসালটেন্ট(এনেস্থেসিয়া) ডাঃ জিয়াউল হোসেন, জুনিয়র কনসালটেন্ট(অর্থোপেডিক) ডাঃ জি,এম শহীদুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট(গাইনী) ডাঃ নাজনিন সুলতানা, জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডাঃ রোমেনা আক্তার, মেডিক্যাল অফিসার ডাঃ শাহনিমা নার্গিস, ডাঃ কেয়া, ডাঃ জোহরা, ডাঃ নিবিড়, ডাঃ রাকিব দে সরকার, ডাঃ অচিন্ত, ডাঃ সোহেল. ডাঃ অনিক, ডাঃ সায়েম, ডাঃ রেজাউল করিম, ডাঃ জহিরসহ অন্যান্য চিকিৎসকগণ ও তাদের পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়াও চিকিৎসকদের পরিবারের সদস্যদের জন্য ক্যারাম, লুডু ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com