প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় গত ২৩শে জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় ও গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর দুটি এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীসহ ২০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এদিন সকালে রাজবাড়ী সদর উপজেলার অন্তারমোড় বেড়িবাঁধে কম্বল নিতে আসেন গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের চরবরাট এলাকার তারাবানু বেগম(৭০)। প্রায় ২৫ বছর আগে স্বামী জামাল মন্ডল মারা গেছেন। সংসারে দুই ছেলে থাকলেও ঠিকমতো খেয়াল রাখেননা। অন্যের সহযোগিতায় কোনভাবে দিন পার করছেন তিনি। হাতে কম্বলটি পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
তারাবানু বেগম বলেন, ‘বাবারে দেবগ্রামের বনভাবৈল বড় বাড়ি, জমি ছিল। নদী ভাঙ্গনে সব শেষ কইরা নিইয়া যায়। সেহান থেইক্কা চইলা আসি পানৈর। এহানেও ভাঙলে আবার যাই দেবগ্রাম গ্রামে। শেষমেশ সেহানেও থাকতে পারেনি। পরে বরাট বাজার রাস্তার ধারে আসি। এত টাল পড়ছে কেউ কোন খোজ নেয়নি, এটা কম্বলও দেয়নি। তোমরাই আমারে পরথম কম্বল দিলা। আল্লাহর রহমত বলে কম্বলডা পাইছি।
সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজার এলাকা থেকে এসেছিলেন বৃদ্ধ হাসমত আলী(৮৫)। তিনি বলেন, বাজানরে আজ কয়েকদিন ধইরা অনেক টাল পড়ছে। রাইতের বেলা অনেক কষ্ট হয়। এ বছর কেউ আমাদের একটি কম্বল দেয়নি। আপনারা প্রথম কম্বল দিলেন। এই কম্বল পাইয়া আমার অনেক উপকার হইলো।
গত ২৩শে জানুয়ারী সকাল ১০টার দিকে গোয়ালন্দ-রাজবাড়ী-হাবাসপুর বেড়িবাঁধ সংলগ্ন অন্তারমোড় এলাকায় রাজবাড়ী সদর উপজেলার বরাট ও পাচুরিয়া এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও দেবগ্রাম ইউপির ১২০ জন শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা ৪দিন ঘুরে এসব অঞ্চলের নদী ভাঙ্গনের শিকার এবং এলাকার প্রকৃত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের টোকেন দিয়ে আসেন। দুপুর বারোটার দিকে গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাজী গফুর মন্ডল পাড়ার হামিদিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিম খানা এবং একই এলাকার রাজ্জাকিয়া হাফিজিয়া নূরানী মাদরাসার শিক্ষার্থীসহ দৌলতদিয়া এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে আরো ৮০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সহ-সভাপতি মইনুল হক মৃধা, সাধারণ সম্পাদক জারিন সুবহা অনন্যা, বন্ধুসভার সদস্য সাজ্জাদ হোসেন, রেজাউল মুন্সী, রাজবাড়ী বন্ধুসভার বন্ধু আব্দুর রহমান, শাহিন রেজা, রানা ইসলাম, হামিদিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিম খানার মোহতামিম মোঃ জহিরুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক মোঃ মাসুদ মন্ডল ও আতিয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com