যুক্তরাষ্ট্রে মানবসেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালের প্রেসিডেন্টস লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন নিউইয়র্কের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মোঃ সোলায়মান আলী।
জানা গেছে, কমিউনিটি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় গত ১৬ই জানুয়ারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ২০২৪ সালের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে মোঃ সোলায়মান আলীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মোঃ সোলায়মান আলী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি পদে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী।
তিনি মূলধারার রাজনৈতিক সংগঠন “বাংলাদেশী আমেরিকান নাশনাল ডেমোক্রেটিক সোসাইটিটির” সাবেক সভাপতি ছিলেন। তিনি ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনক সাধারণ সম্পাদক, গ্রেট আলিয়ান্স ডেমোক্রেটিক ক্লাবের সহ-সভাপতি, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৭ এর প্ল্যানিং কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্বে রয়েছেন।
অ্যাওয়ার্ড পেয়ে মোঃ সোলায়মান আলী বলেন, এটি আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ও গুরুত্বপূর্ণ সম্মাননা সনদপ্রাপ্তি। এটি পেয়ে আল্লাহ তাআ’লার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। এটি আমার জীবনের এক বিশাল অর্জন যা আমাকে কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে। দীর্ঘদিন যাবত কমিউনিটি সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশ এবং প্রবাসে মানুষের হৃদয়ে যে ভালোবাসার দৃষ্টান্ত স্থান করে নিয়েছিলাম, আজ তারই প্রতিদান বা প্রতিফলন আমেরিকান প্রেসিডেন্টস ২০২৪ লাইভ টাইম এচিভমেন্টস্ অ্যাওয়ার্ড সনদ অর্জন। মানব সেবার স্বীকৃতি আমার এই অসামান্য অমূল্য অর্জনের মাধ্যমে কমিউনিটির প্রতি আরো দায়বদ্ধতা বেড়ে গেল বলে মনে করি। তিনি সকলের সহযোগিতা দোয়া এবং আশীর্বাদ চেয়ে কমিউনিটির কল্যাণে নিজেকে নিবেদিত রাখার দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মোঃ সোলাইমান আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সূর্যসেন হলের আবাসিক ছাত্রকালীন সময়ে বাংলাদেশের প্রথম ধূমপান বিরোধী সংগঠন “স্টুডেন্টস এন্ড স্মোকিং কমিটির” সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি সেবামূলক সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থা “বন্ধনের” সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন “নদী” ও “দৃষ্টির” যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকাস্থ ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ ছাত্র ও যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com