জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন বলেছেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পর্যটক শিল্পের সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে কাজে লাগাতে হবে। এখানকার চিকিৎসা সেবার মান আধুনিক মানে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিনত করতে হবে। এসব সামনে রেখে এনডিপি মানুষের সাথে কাজ করে যাচ্ছে।
গতকাল ২৪শে জানুয়ারী বিকেলে কালুখালী উপজেলার মদাপুর বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) কালুখালী উপজেলার আহ্বায়ক শামিম হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, এনডিএম এর বালিয়াকান্দি উপজেলার আহ্বায়ক রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম ও বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
উঠান বৈঠকের পূর্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোমিনুল আমীন কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলার সোনাপুর মোড়, বোয়ালিয়া মোড়, রতনদিয়া বাজার, চাঁদপুর বাজার ও গান্ধিমারা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com