তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে আন্তঃ উপজেলা যুব কাবাডি বালক ও বালিকা অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে জানুয়ারী সকালে রাজবাড়ী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। জেলার পাঁচটি উপজেলার চারটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় রাজবাড়ী সদর বালিকা দল চ্যাম্পিয়ন ও বালিয়াকান্দি উপজেলা বালক চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com