রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা মুফতী আমির হামজাকে ওয়াজ মাহফিলে কথা বলার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় কারাবাসে থাকতে হয়েছিল। শুধু আমির হামজা নয়, বাংলাদেশে বিগত ১৭ বছরে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন আলেম, হুজুরদের ওপর কী নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা তা জানেন। শাপলা চত্বরে কী হয়েছিল তাও আপনারা জানেন। শাপলা চত্বরের মানুষকে কিভাবে হত্যা করা হয়েছিল, কিভাবে নির্যাতন করা হয়েছিল তা আপনারা জানেন। ১৭ বছরে বাংলাদেশে মানুষের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না।
গতকাল ২৭শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের লক্ষীকোল রাজারবাড়ী আল্লা নেওয়াজ খাইরু একাডেমী মাঠে তাফসীল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাষ্ট্র চালাবে জনগণ। জনগণ মত দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে তারা রাষ্ট্র চালাবে। তারা জেলা চালাবে, উপজেলা চালাবে, পৌরসভা, ইউনিয়ন, মসজিদ, স্কুল সবকিছুই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যাদেরকে মানুষ পছন্দ করবে তারাই দেশ শাসন করবে এটাই নিয়ম। কিন্ত সমস্ত নিয়মকে পদদলিত করা হচ্ছে। সমস্ত নিয়মকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা শত শত মানুষকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, জেলে রেখেছে, ফাঁসি দিয়েছে। শেখ হাসিনা সরকার মানুষকে নির্যাতন করে ভোটাধিকার হরণ করে, মানুষকে ভোট দিতে না দিয়ে, মত প্রকাশ করতে না দিয়ে জোর করে দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় ছিলেন।
তিনি আরও বলেন, আলেম-ওলামারাও কথা বলতে পারেনি মন খুলে। তারা ধর্মের যে মহান বাণী সেটা প্রচার করতে পারেনি। আমরা প্রায় দেখতাম হুজুররা যখন কথা বলে তখন আওয়ামী লীগের পাতি নেতারাও এসে মাইক কেড়ে নেয়। এমন বহু জায়গায় হয়েছিল। আওয়ামী লীগের দৌরাত্ম্য এমন বেড়েছিল, যে তারা রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করেই কিন্তু থামেনি। তারা আল্লাহর অলি, যারা ইসলামের কথা বলে, যারা ধর্মের কথা প্রচার করে তাদের এই জুলুম ফ্যাসিবাদী শেখ হাসিনা তাদের কেউ হত্যা করেছে, তাদেরকেও নির্যাতন করেছে। সেই নির্যাতনের কারণে আমরা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যার বিরুদ্ধে বিভিন্ন লড়াই করেছি। আমরা আপনাদের কথা বলতে চেয়েছি।
তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ ভোট হতে হবে। মানুষ যাকে পছন্দ করে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। এখন থেকে মানুষের যে আশা আকাঙ্খা সেটা নিয়ে আমরা সবাই কাজ করি। মানুষ আল্লাহর সৃষ্টি। মানুষের প্রতি ভালোবাসতে হবে। কোন অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না। আদালতে যেনো সঠিক বিচার হয়। গরীব মানুষ সাধারণ মানুষ সেই বিচার যেন পায়। আদালত যেন মানুষের হয়, পুলিশ যেন মানুষের হয় সেই কাজ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমীর মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আল্লা নেওয়াজ খাইরু একাডেমীর প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আবদুল্লাহ আল মামুন সম্রাট, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ রাজু আহমেদ, মোঃ মাহবুব রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার নেতাকর্মী ও লক্ষ্মীকোল মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, লক্ষ্মীকোল মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে তাফসীল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কুষ্টিয়ার বক্তা মুফতী আমির হামজা, দ্বিতীয় বক্তা হিসেবে চুয়াডাঙ্গা জেলার তালীমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন ও তৃতীয় বক্তা হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মাদ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com