রাজবাজী জেলার গোয়ালন্দ উপজেলার সান সাইন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ২৯শে জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ ও মশাল দৌড়ের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সান সাইন হাই স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।
এ সময় আরও ইয়াস ক্যাবলস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ মাইনদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য সানোয়ার আহমেদ সানু, আঃ আজিজ খান, অভিভাবক প্রতিনিধি মুক্তার হোসেনসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার অন্যান্য শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সান সাইন হাই স্কুলের প্রধান শিক্ষক রবিন নুরতাজ আলম বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশসহ শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করাতে হবে।
তিনি আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শেষে আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com