রাজবাড়ী সদরের কোলার হাটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০১-৩১ ১৪:১১:১৫

image

 রাজবাড়ী সদর উপজেলার কোলার হাট বাজারে বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল ৩১শে জানুয়ারী বিকালে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।
 বসন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম গনি, আহসান হাবিব শাহিন, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন সরদার, কেএম তরিকুল ইসলাম তরু, ফজলুল হক মিয়া ও মোঃ রাজু আহম্মেদ বক্তব্য রাখেন।
 সমাবেশে সার্বিক সহযোগিতায় ছিলেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন গাজী।
 কর্মী সমাবেশে গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আয়ুব আলী সরদার, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহম্মেদ সানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডলসহ বসন্তপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন গাজী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে দেশের রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com