রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেছেন, তরুণ প্রজন্মই আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল মনোভাব এবং অদম্য শক্তিই পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে।
গতকাল ৩১শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।
তিনি আরো বলেন, তারুণ্যের উৎসব সেই তরুণদের জন্য একটি প্ল্যাট ফর্ম, যেখানে তারা তাদের মেধা ও দক্ষতাকে প্রকাশ করেছে। এই উদ্যোগ তরুণদের সামগ্রিক উন্নয়নে এবং তাদের ক্ষমতায়নে একটি বড় ভূমিকা পালন করছে। যুগে যুগে এদেশের তরুণরাই দেশের সংকটে উত্তরনে কাজ করেছে। তরুণরাই শক্তি তরুণরাই আমাদের মনোবল। দেশকে মাদকমুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজি মুক্ত করতে তরুণ সমাজ এগিয়ে এলে বাংলাদেশ বদলে যাবে, কল্যাণমুখি রাষ্ট্রে পরিনত হবে।
তারণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা, রচনা, কুইজ প্রতিযোগিতা, কোরআন তেলোওয়াত, গজল, ইসলামী সংগীতের আয়োজন করা হয়।
এতে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ১০টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ৪২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু’র সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর কুমার সরকারের উপস্থাপনায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের খাতা মূল্যায়ন করেন ও রেজাল্ট ঘোষণা করেন রাজবাড়ীর আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুহম্মদ কাজী নজরুল ইসলাম।
রচনা প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ১ম স্থান অধিকার করেন রামকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জিন্নাত জাহান, দ্বিতীয় স্থান অধিকার করেন বারলাহুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহিফা খাতুন, তৃতীয় স্থান অধিকার করেন কাজীবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া।
মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান অধিকার করেন বেথুলিয়া কামিল মাদ্রাসার ছাত্রী ফারজানা আক্তার সামিয়া, ২য় স্থান অধিকার করেন বেথুলিয়া কামিল মাদ্রাসার ছাত্রী মাহবুবা ও তৃতীয় স্থান অধিকার করেন বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোঃ জলি খাতুন।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু ১ম পর্বের অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মই আগামী দেশ গড়ার হাতিয়ার হিসেবে কাজ করবে। মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য এ ধরনের কার্যক্রম সব জায়গায় হওয়া প্রয়োজন। আজকে তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। পরাজয় নয় আগামীর বিজয় তোমরাই হাতে।
অন্যান্যের মধ্যে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দির নাড়ুয়া ডিগ্রী কলেজের প্রভাষক খন্দকার আব্দুল হালিম, শিক্ষক খন্দকার জহিরুল ইসলাম, সূয্য নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মশিউর রহমান, স্থানীয় আবুল ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইব্রাহিম মোল্লা, মোঃ আজিজুল ইসলাম, আবু তাহের মিয়া, মোঃ ফজের শিকদার, মোঃ খলিলুর রহমান, নূর নবী বিশ^াস, সংরক্ষিত আসনের সদস্য মাকসুদা বেগম, নাসিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যার পর রাজবাড়ীর আজাদী শিল্পী গোষ্ঠি ইসলামী সংগীত পরিবেশনা করেন। এসময় ইসলামী সংগীত পরিবেশনা করেন কাজী মোহাম্মদ মোকাররম হোসাইন, মোঃ লুৎফর রহমান, মুয়াজ আহমেদ, কারী মোঃ আবুনাসির, হাফেজ মোঃ সিয়াম ও মাওলানা গাজী মোঃ ইকবাল হোসেনসহ অন্যান্যরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com