রাজবাড়ী জেলার পাংশা ক্রিকেট একাডেমীর উদ্যোগে পাংশা সরকারী কলেজ মাঠে গতকাল ১লা ফেব্রুয়ারী মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক মোঃ শওকত আলী সরদারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক এ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন প্রমূখ বক্তব্য রাখেন।
জানা যায়, উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাডেমী ও ফরিদপুর ক্রিকেট স্কুলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় টসে জিতে কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাডেমী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। জবাবে ফরিদপুর ক্রিকেট স্কুল ২০ ওভারে ৮৬ রান সংগ্রহ করে। কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাডেমী ১০ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পয়ার ছিলেন মোঃ আবু সাঈদ রাজু ও তমাল চক্রবর্তী।
পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক(একাডেমী) মোঃ তোজাম্মেল হোসেন, মরহুম আব্দুল আজিজ সরদারের সহধর্মিনী ও পাংশা পৌরসভার সাবেক মেয়র সেরিনা আজিজ, মরহুম আব্দুল আজিজ সরদারের দুই পুত্র সেলিম সরদার ও দেলোয়ার সরদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পাংশা সরকারী কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক মোঃ রোকুনুজ্জামান তপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম ফারুক মিয়া, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ ইজাজুল হক ও মোঃ ফজলুর রহমান, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, শাহজাহানুল হক জুয়েল মাস্টার ও কাজী সোহেল মাস্টারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com